ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবু স্বামীর পাশে মেহেদী হাতে সোনম   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৭, ৭ মে ২০১৮ | আপডেট: ০৮:৪৫, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম ফ্যাশন নায়িকা হিসেবে পরিচিত সোনম কাপুর। আর তিনি এবার তৈরি হচ্ছেন বিয়ের জন্য। আগামী ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর। কোথায় হবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা বা বিয়েতে বর-কনে কী পরে হাজির হবেন সবই ঠিক করে ফেলেছেন সোনম-আনন্দ।    

সোনম-আনন্দর বিয়ের ই-কার্ডে দেখা গিয়েছিলো, আগামী ৭ মে বিকেল ৪টায় সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদী অনুষ্ঠান। একই দিন রাতে হবে সংগীত অনুষ্ঠান। যেখানে নাচে-গানে অতিথিদের মাতিয়ে তুলবেন বলিউড তারকারা। 

মজার বিষয় হলো- একদিন আগে অর্থাৎ রোববার (৬ মে) রাতে মেহেদী দিয়ে দুই হাত ও পা দিয়ে হাত সাজিয়ে ফেলেছেন সোনম কাপুর।

এরই মধ্যে অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সোনমের মেহদী দেওয়ার মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- হবু স্বামী আনন্দ আহুজার পাশে মেহেদী হাতে বসে আছেন ‘সাওয়ারি’খ্যাত এই তারকা।

শুধু সোনম নয়, দু্ই হাত মেহেদী দিয়ে সাজিয়েছেন তার বোন রিয়া কাপুরও।

এদিকে শোনা যাচ্ছে ব্রিটিশ ডিজাইনার তামারা রালফ ও মাইকেল রুসো সোনমের পোশাক বানাচ্ছেন। 
প্রিঙ্কভিল্লার এক রিপোর্ট বলছে, সোনমের রিসেপশনের লেহেঙ্গা তৈরি করছেন ব্রিটেনের এই দুই বিখ্যাত ডিজাইনার। তবে বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক পড়বেন বলে জানা যাচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি