ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রকাশ পেলো কিশোরী সানির ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ৭ মে ২০১৮

বলিউড তারকা সানি লিওনের বায়োপিক ‘করণজিৎ কাওর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’-এ তার কিশোরী বয়সের চরিত্রের অভিনয়শিল্পী ছবি প্রকাশ পেয়েছে। সানি লিওন তার ইনস্ট্রাগাম আইডিতে রোববার সেই ছবিটি প্রকাশ করেন।
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি কিশোরী আমাকে— করণজিৎ কাওর ভাওরা’।
সানির পোস্ট থেকে জানা যায় অভিনেত্রীর নাম রাইসা। প্রকাশিত ছবিতে তাকে রীতিমত সানির কাঁধে চড়ে বসতে দেখা গেছে।
ইতোমধ্যে ‘করণজিৎ কাওর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’র শুটিং শুরু হয়েছে আফ্রিকায়।
‘করণজিৎ কাওর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পাবে জিফাইভ প্ল্যাটফর্মে। সিনেমাটিতে উঠে আসবে সানি লিওনের জীবন সংগ্রাম—দেখানো হবে কিভাবে একজন সাধারণ কিশোরী থেকে পর্ণতারকা হলেন এবং তা থেকে কিভাবে বলিউড তারকা হলেন।
উল্লেখ্য, সানি ‘করণজিৎ কাওর’ হিসেবে কানাডায় একটি ভারতীয় শিখ পরিবারে জন্ম নেন। একটা সময়ে তিনি সানি লিওন হিসেবে বিশ্বের জনপ্রিয় পর্ণতারকা হন। সেখান থেকে তিনি এখন পুরোদস্ত একজন নায়িকা। বলিউডে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছে।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি