ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিচালক অর্জুন হিঙ্গোরানি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন পরিচালক-প্রযোজক অর্জুন হিঙ্গোরানি (৯২)তিনিই প্রথম অভিনেতা যিনি ধর্মেন্দ্রকে বলিউডে লঞ্চ করেন। ১৯৬০ সালে ‘দিল হাম ভি তেরে’ ধর্মেন্দ্রকে কাস্ট করেন তিনি। শনিবার রাতে বৃন্দাবনে মৃত্যু হয় তাঁর।

তাঁর অধিকাংশ সিনেমাতেই ধর্মেন্দ্র অভিনয় করেছেন। ধর্মেন্দ্রর অভিনয় ক্যারিয়ারে তাঁর অবদান অবিস্মরণীয়। তাছাড়াও ধর্মেন্দ্র যখন নিজের স্টুডিও ‘সানি সুপাপ সাউন্ডস’র উদ্বোধন করেন তখন প্রথম বুকিংটা অর্জুন হিঙ্গোরানিই করেছিলেন। সেই বন্ধুত্বের আবেগের কথা মাথায় রেখে টুইট করে ধর্মেন্দ্র দুঃখপ্রকাশ করেছেন।

‘মুম্বাইয়ের মত শহরে যখন কেউ আমার পাশে ছিল না তখন অর্জুন হিঙ্গোরানিই আমার পাশে দাড়িয়েছিলেন। কাঁধে হাত রেখে আশ্বাস দিয়েছিলেন। ভীষণই দুঃখিত আমি। তিনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক, এটুকুই কামনা করি।’

এই লেখাটির সঙ্গে হিঙ্গোরানির এবং তাঁর একটি পুরনো ছবিও পোস্ট করেছেন তিনি।

অন্যদিকে ঋষি কাপুরও তাঁর টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘যখনই শট রেডি হত তখনই তিনি আস্তে করে ডাকতেন, ‘ঋষি সাহাব কো বুলাও’। তারপর চিৎকার করে বলতেন, ‘ধর্মেন কো বুলাও’। কারণ ধর্মেন্দ্র কে তিনি বন্ধুর মতো দেখতেন। ধর্মেন্দ্রকে একের পর এক সিনেমাতে কাজ করেছেন। আর ধর্মেন্দ্রও তাঁর প্রতিটি কথা মেনে চলতেন। আমি এবং ধর্মেন্দ্র তাঁর সঙ্গে ‘কাতিলো কে কাতিল’র মতো সুপারহিট ফিল্মে কাজ করেছি। বিদায় অর্জুনজী।’

তাঁর পরিচালিত অন্যতম কিছু সিনেমা হচ্ছে- ‘কব? কিউ? ঔর কাহা?’, ‘কিসমত কি কাহানি’, ‘খেল খিলড়ি কা’ এবং ‘করিশ্মা কুদরত কা’৷

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি