ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের মেহেন্দি অনুষ্ঠানের ভাইরাল ছবিগুলো দেখে নিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

হয়ে গেল মেহেন্দির অনুষ্ঠান। সানটেকের ব্যাঙ্ক্যুয়েট হলে সোনমের মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো কাপুর পরিবারসহ আরও অনেকে। এই সেনটেকেই ৩৫ কোটি টাকা দিয়ে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টও কিনেছেন সোনম।

পিঙ্ক এবং লাইল্যাক রঙের লেহেঙ্গা, গোল্ডেন এম্ব্রয়ডারি। সঙ্গে ছিমছাম সাজ। তাতেই বাজিমাত বলিউড ফ্যাশানিস্তা সোনমের। নায়িকার বিয়ের প্রতিটি আপডেট নিয়ে মশগুল ভক্তরা। ইতিমধ্যে অনুষ্ঠানস্থল, কাপুর ম্যানশনের সাজসজ্জা প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিয়ের প্রথম অনুষ্ঠান মেহেন্দির বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে।

প্রথমেই দেখে নিন বনি কাপুর এবং জাহ্নবী কাপুরের ছবি। জাহ্নবীর ঝলকের জন্যই পাপারাৎজির ভিড় জমে যায় তাঁর চারিপাশে। সাদা এবং সিলভার লেহেঙ্গায় অপূর্ব লাগছিল তাঁকে।

 

খুশির পরণে ছিল নীল রঙের লেহেঙ্গা। অন্যদিকে বনি কাপুরকে দেখা গেল কালো পাঞ্জাবী এবং বেগুনি কোট পরে। শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান। নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক। কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সোনমের বিশেষ দিনে হাজির হলেন বনি, খুশি এবং জাহ্নবী।

 

কনের বাবা অনিল কাপুরের সঙ্গে সেলফিতে মজেছেন তাঁর সিনেমা ‘নায়ক’র কোস্টার রানি মুখোপাধ্যায় এবং বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহার। সেলফিটির ইউএসপি হল তাঁদের প্রত্যেকের পোশাকের রঙ ছিল সাদা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাভেদ আখতারও। সবুজ রঙের পাঞ্জাবী পরেছিলেন তিনি। অন্যদিকে নীল শাড়িতে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন কিরণ খের।

একসঙ্গে বসে সোনম এবং আনন্দ পোজ দিলেন ক্যামেরায়। নিমেষের মধ্যে লাইমলাইট কেড়ে নিলেন এই কাপল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো এখন ভাইরাল।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি