ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আদনান সামি ‘ভারতীয় কুকুর’, বলেছে কুয়েত ইমিগ্রেশন কর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৭ মে ২০১৮

কুয়েত বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন গায়ক আদনান সামি তার সহযোগীরা। কুয়েত বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীরা তাদের নাকি ‘ভারতীয় কুকুর’ বলে গালি দিয়েছেন।

অপমানিত আদনান অভিযোগ করেছেন কুয়েতের ইন্ডিয়ান দূতাবাস ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। বিষয়টি নিয়ে টুইট করে এই তারকা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মুহূর্তে কড়া পদক্ষেপ নেনে সুষমা স্বরাজ। আর সে জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আবারও টুইট করেন আদনান সামি। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও। ​

উল্লেখ্য, এই প্রথম কুয়েতে অনুষ্ঠান করলেন আদনান সামি। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্ডিয়ান কালচারাল সোসাইটি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি