ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ওমর সানীর জন্মদিনে গান গাইলেন মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৭ মে ২০১৮

স্বামী চিত্রনায়ক ওমর সানী। গতকাল ছিল তার জন্মদিন। আর সেই জন্মদিনকে রঙিন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মজার বিষয় হচ্ছে- অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনুরোধে গান গাইলেন ঢালিউডের এই প্রিয়দর্শনী।

গতকাল রোববার সন্ধ্যায় উত্তরায় একটি রেস্তোরাঁয় ওমর সানীর ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা ঘরোয়াভাবে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। সেখানেই গান গেয়েছেন মৌসুমী। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শাবনূরও। উপস্থিত অতিথিরা মৌসুমীর কণ্ঠে গান শুনে তাকে উৎসাহ দেন।

জন্মদিনে ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার শ্বশুর-শাশুড়ির কাছে, তাঁরা ওমর সানীর মতো একজন সন্তানের জন্ম দিয়েছেন। আজকের দিনে ওমর সানীর যদি জন্ম না হতো, তাহলে দেশের মানুষ নায়ক আর ভালো মনের স্বামী ওমর সানীকে পেতাম না। আমি অনেক ভাগ্যবতী, তাঁর মতো একজন ভালো মানুষের পাশে আমার জীবন কাটাতে পারছি।’

মৌসুমী আরও বলেন, ‘আমরা একসঙ্গে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি। এসব সিনেমার অনেক গানে পর্দায় ঠোঁট মিলিয়েছি। অনেক গানের মধ্যে ‘আত্ম অহংকার’ সিনেমার ‘আমার একদিকে পৃথিবী’ গানটি আমার খুব প্রিয়। গানটি প্রায়ই গাই। সানীর আজকের জন্মদিনে এই গানটি সবচেয়ে উপযুক্ত।’

অপরদিকে ওমর সানী বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তিনি আমাকে এখনো সুস্থ রেখেছেন। চলচ্চিত্রে আমি এখন নিয়মিত নই, তারপরও দেশের মানুষেরা, আমার চলচ্চিত্রের মানুষগুলো যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে, তাতে আমি মুগ্ধ ও অভিভূত।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি