ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্যবসা নিয়ে ব্যস্ত নিপুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ৭ মে ২০১৮

অভিনেত্রী মডেল নিপুন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। ছাড়াও তিনি বর্তমানে ব্যস্ত আছেন একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে। যদিও ‘ধুসর কুয়াশা’ সিনেমাটি কবে মুক্তি পাবে নিয়ে একটু দ্বিধান্বিত ছিলেন নিপুন। কারণ এর আগে সিনেমাটি মুক্তির তারিখ অনেকবার পরিবর্তন করা হয়েছিল। এদিকে তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে।

‘ধূসর কুয়াশা’ নিয়ে নিপুন বলেন, ‘গত শুক্রবার সিনেমাটির শুভমুক্তির খবর শুনে বেশ ভালো লাগা কাজ করেছে। যদিও হলে গিয়ে সিনেমাটি এখনও দেখা হয়নি। তবে যারা দেখেছেন তারা বেশ ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সিনেমাতে আমার খুব পছন্দের একটি গান রয়েছে। কনার কণ্ঠে দর্শকরা গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

সিনেমাটি নিয়ে নায়িকা আরও বলেন, ‘এটি ত্রিভুজ প্রেমের গল্প। এখানে প্রতিটি চরিত্রের মধ্যে ধূসর বিষয়গুলো আছে। তাই এর নাম রাখা হয় ‘ধূসর কুয়াশা’।’

এদিকে নিপুন প্রতি বছরই ছোট পর্দায় আসেন সুন্দর সুন্দর নাটক নিয়ে। তবে এবছর এখনও কোন নাটকে অভিনয় করার সুযোগ পাননি। কারণ তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে দুটি বিজ্ঞাপনে কাজ করেছি। এছাড়াও ঈদের কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে মনোযোগী হওয়ায় নাটকের জন্য সময় বের করা একটু কঠিন হয়ে পড়েছে। তারপরও ইচ্ছা আছে কয়েকটি নাটকে অভিনয় করার।’

দেশের সিনেমার বর্তমান হালচাল নিয়ে নিপুন বলেন, ‘বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বেশ ভালো সময় পার করছে। দেশের সীমানা পেরিয়ে আমাদের চলচ্চিত্র এখন বাইরেও প্রদর্শিত হচ্ছে। নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে ভিনদেশেও প্রচুর দর্শক সৃষ্টি হচ্ছে। চলচ্চিত্র শিল্পের জন্য এটি ভীষণ ইতিবাচক দিক। পার্শ্ববর্তী কলকাতায় এখন আমাদের অনেক শিল্পী কাজ করছেন। একদিন বিশ্বব্যাপী বাংলাদেশের চলচ্চিত্র সমাদৃত হবে- এটা প্রত্যাশা।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি