ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাওলি’র জীবনে দেশভাগের ক্ষত! (ভিডিও)  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৭ মে ২০১৮ | আপডেট: ১৮:২৪, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

দেশ ভাগ হেয়েছে অনেক আগে। এ নিয়ে অনেক চলচ্চিত্রও নির্মিত হয়েছে। এবার ওই ধরনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘মাটি’। এ গল্পে পুরোপুরি ওঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও দেশভাগের চিত্র। এপার বাংলা অর্থাৎ বাংলাদেশের মেয়ে হিসেবে উপস্থিত হয়েছেন পাওলি দাম।

ইতিমধ্যে ইউটিউবে ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় সিনেমার অনেক অংশের কাজ হয়েছে ঢাকায়। তুলে ধরা হয়েছে জাতীয় শহীদ মিনারকেও।   

‘মাটি’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ‘হেমলক’-খ্যাত চিত্রনাট্যকার লিনা গাঙ্গুলি ও পরিচালক শৈবাল ব্যানার্জি।

এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন পাওলি দাম। ছবিতে তার নাম মেঘলা। আরও আছেন হলিউডের ‘লাইফ অব পাই’-খ্যাত বলিউড অভিনেতা আদিল হুসাইন ও টলিউডের অপরাজিতা।

কলকাতায় বসবাস করা মেঘলা জানতে পারে তার দাদি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে থাকা অবস্থায় খুন হয়। এরপর খুনের কারণ জানতে ও শেকড়ের টানে মেঘলা ফিরে আসে ঢাকায়! ফিরে এসে মুখোমুখি হয় খুনি এক পরিবারের।

ছবিতে সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ‘মাটি’ আগামী ১ জুলাই মুক্তি পাবে।

প্রসঙ্গত, পাওলি দাম সম্প্রতি বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। তারও আগে অভিনয় করেন যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’-এ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি