ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মেহেদি অনুষ্ঠানে হবু বরের সামনেই সোনমের নাচ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ৭ মে ২০১৮ | আপডেট: ২০:৪৬, ৭ মে ২০১৮

মেহেদি অনুষ্ঠানে নাচলেন সোনম কাপুর। নাচটা যদি হয় নিজের স্বপ্নের পুরুষের সামনে, তাহলেতো আর কথাই নেই। অনিল কন্যা সোনমের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। রবিবার রাতেই ছিল সোনমের মেহেন্দি সেরিমনি। যেখানে কাপুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছাড়াও এসেছিল বলিউডের অনেক তারকাই। 

রবিবার রাতে মেহেদির অনুষ্ঠানে হাতে মেহেদি লাগানো অবস্থাতেই আনন্দে নাচতে দেখা যায় সোনম কাপুরকে। নাচতে নাচতে কখনওবা আবেগে জড়িয়ে ধরে হাবি আনন্দ আহুজাকে। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে সোনমের মেহেদির অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে।   

এদিকে মেয়ের মেহেদি অনুষ্ঠানে নাচলেন বাবা অনিল কাপুরও। সঙ্গে আনন্দে মাতলেন পরিবারের অন্যান্য আত্মীয় ও আগত অতিথিরা।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি