ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

স্বামীর জন্য নিজেকে বিক্রি করলেন প্রিয়াঙ্কা!        

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ৭ মে ২০১৮ | আপডেট: ১১:০৫, ৯ মে ২০১৮

ভালবেসেই তারা ঘর বাঁধেন। পরিবারের আপত্তি অগ্রাহ্য করে আপন করে নেন একে অপরকে ৷ প্রেমে ভর করে তাদের কাটতে থাকে দিন ৷ কিন্তু হঠাৎ একদিন পাল্টে যায় পরিস্থিতি ৷ প্রেম বাঁচাতেই ভাঙতে থাকে ঘর ৷ ‘এ তুমি কেমন তুমি’ ছবির ট্রেলারের সেই গল্পই উঠে আসছে ৷ মূল চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা সরকার ৷  

ছবিতে দেখা যাবে তিনি নিজের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য দেহ ব্যবসায়ের পথ বেছে নেন। স্বামীর অজান্তে প্রিয়াঙ্কা রোজ বিক্রি করেন নিজেকে, নিজের ইচ্ছেগুলোকে, অসহায়ত্বকে। কিন্তু কতোদিন লুকিয়ে রাখা যাবে সত্য? তার প্রকাশে স্বামীর মুখোমুখি কী হতে পারবেন প্রিয়াঙ্কা? হলেই বা কী জবাব তিনি দিতে পারবেন? এমনই কিছু উত্তর মিলবে ছবিটিতে। আর সেজন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে আপাতত সুযোগ মিললো ‘এ তুমি কেমন তুমি’ সিনেমার ট্রেলারটি উপভোগের। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার।

সেখানে প্রিয়াংকার পারফরম্যান্স দেখে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের দর্শক। ছবিটির মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সংসার ও প্রিয়জনকে রক্ষায় নারীর বিসর্জনগুলো মূল্যায়ণ পায় না।   

এই ছবিতে নিজেকে মেলে ধরার অনেক সুযোগ পেয়েছেন তিনি ৷ প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রিজ, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি ৷

এর আগে অর্ণব মিদ্যা পরিচালিত অন্দরকাহিনি ছবিতেও চারটি ছোট গল্পের প্রতিটিতে প্রিয়াঙ্কাই ছিলেন প্রধান চরিত্রে ৷ সেই ছবির জন্যই দাদা সাহেব ফালকে সম্মান পান তিনি ৷ আপাতত প্রিয়াঙ্কা কাজ করেছেন রাজা চন্দের ছবি সুলতান-এ ৷ সদ্য কাজ শেষ করেছেন বিরসা দাশগুপ্তের ছবি ক্রিসক্রস-এ ৷    

এমএইচ/এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি