ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লাল লেহেঙ্গা পরে আনন্দের বাহু ডোরে সোনম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৯ মে ২০১৮

অপেক্ষার অবসান ঘটেছে। সমস্ত রীতি নীতি মেনে মঙ্গলবার আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষে মুম্বাইতে যেন বসে চাঁদের হাট। রানি মুখোপাধ্যায় থেকে আমির খান কিংবা কারিনা কাপুর খান কিংবা অমিতাভ বচ্চন, প্রত্যেকে হাজির হয়েছিলেন সোনমের কাপুরের বিয়েতে।
লাল লেহেঙ্গা পরে সোনম যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। এরপর শিখ রীতি মেনে কখনও আনন্দ আহুজা সোনমের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন। আবার কখনও আনন্দ সিঁদুর পরিয়ে দেন সোনমকে। সেই সঙ্গে কখনও সোনমের হাতে হাত ধরে প্রস্তাব দেন আনন্দ। সেই সঙ্গে সোনম, আনন্দের বিয়েতে হাজির হন বলিউডের প্রায় সব সেলিব্রিটিরা।


এদিকে বিয়ের পর পরই মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন না সোনম, আনন্দ।  জানা যাচ্ছে, আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর কান ফেস্টিভ্যালের জন্য রওনা দেবেন অনিল কন্যা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি