ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চলে গেলেন ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৯ মে ২০১৮

চলে গেলেন কিংবদন্তী চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তিনি মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। শারীরিক অসুস্থতার কারণে ভরতি ছিলেন বাঙ্গুর হাসপাতালে। সেখানেই গতকাল রাত সোয়া বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকাল ১০ টায় সুরমা ঘটকের নিথর দেহ নিয়ে আসা হয়, তাঁর চেতলার সরকারি আবাসনের ঠিকানায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে।
পেশায় ছিলেন স্কুল শিক্ষিকা ছিলেন সুরমা ঘটক। কিন্তু নীরবে ছিলেন ঋত্বিকের সহযোদ্ধা। কিংবদন্তী পরিচালক যখন চলচ্চিত্র নিয়ে নিজস্ব ভাবনা ও নীরিক্ষায় বুঁদ, তখন একান্ত সহচরী হয়েই পাশে ছিলেন সুরমা। তিনি শুধু ঋত্বিকের পাগলামি, ঋত্বিকের ধর্মকে আপন করে নিয়েছিলেন তাই নয়! সাংসারিক পরিসর থেকে মুক্তি দিয়ে ঋত্বিককে হয়ে ওঠার অবকাশও দিয়েছিলেন তিনিই। রাজনৈতিক আদর্শে ক্রমশ কোণঠাসা ঋত্বিকের সামনে খুলে দিয়েছিলেন খোলা মাঠ। তাই ঋত্বিকের পরিচালক ঋত্বিক হওয়ার পিছনে চিরকালে ছিল আর থাকবে সুরমার নাম।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি