ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনম প্রেগন্যান্ট, তাই কি চটজলদি বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

শিখ রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। সোশ্যাল মিডিয়া ভরে গেছে তাঁদের বিয়ের ছবিতে। শুভেচ্ছার বার্তায় ছেয়ে গেছে টুইটার। কিন্তু এমন শুভ দিনে সোনমকে শুনতে হল নানান কথা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী।
কোনও পোশাক নয়, বিয়ের জন্য গালমন্দ শুনত হল নায়িকাকে। মাত্র ১০ সপ্তাহ আগে আকস্মিৎ মৃত্যু হয়েছে শ্রীদেবীর। আর এতো তাড়াতাড়ি সব দুঃখ ভুলে কীভাবে বিয়ের আনন্দে মজলেন কাপুর পরিবার? চারিদিক থেকে ছুটে আসছে সেই প্রশ্ন। তার মাঝেই এক ব্যক্তির জিজ্ঞাসা, ‘সোনম কী প্রেগন্যান্ট? তাই কী দ্রুত বিয়েটা সেরে ফেলছেন?’
তবে এসব প্রশ্নের কোনও উত্তর এখনও কাপুর পরিবারের দেননি।

উল্লেখ্য, গত সোমবার থেকে শুরু হয় সোনমের বিয়ের জলসা। মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান নজর কেড়েছিল সকলের। যার প্রতিটি অনুষ্ঠানে জাহ্নবীর একঝলক পেতেই ভিড় উপচে পড়ে ভক্তদের।
শ্রীদেবীর প্রয়াণের পর কাপুর পরিবারের প্রথম অনুষ্ঠান এটি। নিজেকে এবং দুই মেয়েকে ধীরে ধীরে সামলে নিয়েছেন প্রযোজক। কিছু মুহূর্তের জন্য অতীতকে ভুলে সোনমের বিশেষ দিনে হাজির হলেন বনি, খুশি এবং জাহ্নবী।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি