ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করণের পৌরুষত্ব নিয়ে ট্রোলড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

সোনম দেশদ্রোহী, লোভি, প্রেম নয়, টাকার জন্য সে বিয়ে করেছে আনন্দ আহুজাকে। বিয়ের দিন নানান মন্দ কথায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। বাদ পড়ল না তাঁর বন্ধু করণ জোহরও।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে সোনমের মেহেন্দির একটি ছবি পোস্ট করেছেন করণ। তাতেই ট্রোলড হতে হচ্ছে তাকে। একের পর এক কুরুচিকর মন্তব্যে ভরেগেছে কমেন্ট বক্স।
এতোদিন নেপোটিজম নিয়ে কথা শুনতে হতো তাকে। এবার প্রশ্ন উঠেছে তার পৌরুষত্ব নিয়ে। তবে এসবে আপাতত কান দিচ্ছেন না করণ। বরং সোনমের বিয়েতে জমিয়ে মজা করছেন তিনি। এদিন সকালে বিয়ের আসরে গোলাপি পাঞ্জাবীতে সকলের নজর কাড়েন তিনি।
বলিউড টাউনে করণ-সোনমের বন্ধুত্বের কাহিনী সকলেরই জানা। ফলে সোনমের বিয়ের কোনও কিছু বাদ দিচ্ছেন না প্রযোজক। মেহেন্দি থেকে বিয়ে একের পর এক ছবিও পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, বান্ধবীর বিয়েতে তাঁকে জুয়েলারী, শাড়ি এবং মিষ্টি নিয়ে একটি বড়সড় উপহার দিয়েছেন করণ। জুয়েলারী আবার যে সে নয়, ডায়মন্ডের সঙ্গে রূপার কম্বিনেশনে একটি আম্রপালি ঝুমকোর ও ডিজাইনার কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে দিল্লির একটি স্পেশ্যাল দোকান থেকে আনা সোনম ফেভারিট মোতিচূড় লাড্ডু।

সূত্র :কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি