ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্যারোগেসির পদ্ধতিতে বাবা হলেন শ্রেয়স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

নতুন অতিথি এসেছে শ্রেয়স তালপাড়ের ঘরে। বাবা হলেন তিনি। তবে সেই বাবা হওয়ার গল্পটা একটু ভিন্ন। স্যারোগেসির পদ্ধতিতে কন্যাসন্তানের পিতা হলেন অভিনেতা।

কিছুদিনের ছুটিতে স্ত্রী দিপ্তীকে নিয়ে হং কং বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই পেয়েছেন এই সুখবর। চিকিৎসকের দেওয়া সময়ের আগেই জন্ম হয়েছে মেয়ের। এরপর দ্রুত ফিরে আসেন মুম্বাই।

এদিকে মেয়ে হওয়ায় নাকি বেজায় খুশি তিনি। কারণ শ্রেয়স জানান, প্রথম থেকেই মেয়ের শখ ছিল তার। যাতে সুন্দর সুন্দর পুতুল, টেডি আর ড্রেস কিনে দিতে পারেন। মেয়েকে সেরা জিনিসটাই দিতে চান তিনি।

১৪ বছর আগে বিয়ে হয়েছিল শ্রেয়স এবং দিপ্তীর। সম্প্রতি সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। মেয়েকে পেয়ে আনন্দে ভরেছে ঘর।

অভিনেতা বলেন, ‘সারোগেসি যে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত।’

আপাতত মেয়েকে নিয়ে পরিবারে চলছে মাতামাতি। কী হবে মেয়ের নাম? তা নিয়ে চলছে টানাটানি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি