ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কানে লিঙ্গ বৈষম্য নিয়ে বিতর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৯ মে ২০১৮

পর্দা উন্মোচিত হলো ৭১তম কান চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৯ মে পর্যন্ত। এরইমধ্যে লাল গালিচায় আলো ছড়িয়েছেন পেনেলোপে ক্রুজ, জেভিয়ের বারডেম, কেট ব্লানচেট, ক্রিস্টেন স্টুয়ার্টরা। কিন্তু লিঙ্গ বৈষম্য নিয়ে উৎসবকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

এবার অভিযোগ উঠেছে, কানের বিচারকরা উৎসবের জন্য আরও বেশি নারী চলচ্চিত্র নির্মাতা নির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এ বছর কানের প্রধান বিচারক হিসেবে আছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এছাড়াও আছেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট, ফরাসি অভিনেত্রী লেয়া সেদু, মার্কিন পরিচালক আভা ডুভারনে, বুরুন্ডিয়ান সংগীতশিল্পী খাজা নিন, চীনা অভিনেতা চ্যাং চেন, কানাডিয়ান পরিচালক  ডেনিস ভিলেন্যুভ, রুশ পরিচালক আন্দ্রে জিভিয়াজিন্তসেভ ও ফরাসি পরিচালক রবার্ট গেদিজিয়ন।
উৎসবে আনুষ্ঠানিকভাবে মোট ২১টি সিনেমা নির্বাচন করা হয়েছে, যার মধ্যে মাত্র তিনটি নারী নির্মাতাদের সিনেমা। উৎসবের উদ্বোধনী দিনে এ নিয়ে প্রশ্ন করা হলে মূল বিচারক কেট ব্ল্যানচেট বলেন, লিঙ্গগত পরিচয় দিয়ে এসব নারী নির্মাতাদের নির্বাচন করা হয়নি। কাজের মান দিয়ে তারা এখানে এসেছে এবং তাদের আমরা চলচ্চিত্র নির্মাতা হিসেবেই বিচার করছি, এটাই হওয়া উচিত।

গত বছরগুলোর তুলনায় এবার উৎসবের বিচারকের আসনে নারীদের সংখ্যা বেশি উল্লেখ করে কেট আরও বলেন, ‘অবশ্যই পরিবর্তন আসবে। তবে রাতারাতি কিছু ঘটবে না।’

সূত্র: গার্ডিয়ান

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি