ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাড়পত্র পেল পরীর ‘আমার প্রেম আমার প্রিয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

আনকাট ছাড়পত্র পেয়েছে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। মঙ্গলবার সেন্সরবোর্ড এই ছাড়পত্র দেয়। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটির। সেই লক্ষে কাজও চলছে। 

সিনেমাতে পরীমণির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজুকে। এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও সীমান্ত প্রমুখ।

উল্লেখ্য, ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি