ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রকাশ পেয়েছে ‘ভাইজান এলো রে’র পোস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৯ মে ২০১৮

শাকিব খানের নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’। আলোচিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে ঢালিউডের এই সেরা নায়ককে। এরই মধ্যে আজ প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। শাকিবের অফিসিয়াল ফেসবুক পেইজ ও এসকে মুভিজের ওয়ালে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। 

সিনেমার মত পোস্টারেও দুইটি ভিন্ন লুকে দেখা গেছে শাকিবকে। সিনেমাতে তার নায়িকা কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। পোস্টারে তারাও রয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জী।


অশোক ও হিমাংশু ধানুকা নিবেদিত ‘ভাইজান এলো রে’ সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।
পোস্টার প্রকাশ পেলেও এটি মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে এই ঈদেই মুক্তি পাবে শাকিব-শ্রাবন্তী-পায়েলের ‘ভাইজান এলো রে’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি