ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুশান্ত-কৃতির বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ৯ মে ২০১৮ | আপডেট: ১৯:৩৩, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে গাঁটছড়া বাঁধলেন সোনাম কাপুর এবং আনন্দ আহুজা। তাদের পর দীপিকা পাডুকোন এবং রণবীর সিং-এর বিয়ের তারিখ নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। কিন্তু, দিপ্পি, রণবীরের বিয়ের তোড়জোড়ের পাশাপাশি এবার নাকি বি টাউনের আরও এক জুটি গাঁটছড়া বাঁধতে চলেছেন। অবাক লাগছে শুনতে?  

সম্প্রতি কৃতি শ্যানন এবং সুশান্ত সিং রাজপুতের বিয়ে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি সুশান্তের ব্যান্দ্রার বাড়িতে নাকি তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কৃতি। সুশান্তের বাবা-মায়ের সঙ্গে বেশ কিছু সময়ও কাটান ‘রাবতা’ অভিনেত্রী। আর তখন থেকেই শুরু হয় গুঞ্জন। যদিও, বিষয়টি নিয়ে কৃতি বা সুশান্ত কেউই কোনও মন্তব্য করেননি।

পাশাপাশি কৃতির বোন নুপুরের সঙ্গেও সুশান্তের বেশ ভাল সম্পর্ক। মাঝে মধ্যেই কৃতি, সুশান্ত এবং নুপুরকে আউটিংয়েও বের হতে দেখা যায়। শুধু তাই নয়, ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলার মত নাকি কৃতিও তার বোন নুপুরকে বলিউডে আনতে চাইছেন। আর সেই কারণেই মাঝে মধ্যে নুপুরকে নিয়ে কৃতি ফটোশুটও শুরু করেছেন বলে খবর বেরিয়েছে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি