ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অক্ষয়কে স্বশস্ত্র বাহিনীর আইনি নোটিশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ৯ মে ২০১৮ | আপডেট: ২২:৫৬, ৯ মে ২০১৮

রুস্তম ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অক্ষয় কুমার। সেই ছবির পোষাক নিলামে তুলে স্বশস্ত্র বাহিনী থেকে আইনি নোটিশ পেলেন এই অভিনেতা। রুস্তম ছবিতে তিনি একজন কমান্ডারের ভুমিকায় অভিনয় করেছিলেন।

জ্যানিস ট্রাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্যে অর্থ সংগ্রহ করতে রুস্তম ছবিতে তিনি নৌ বাহিনীর যে ইউনিফর্ম পরেছিলেন সেটি নিলামে দেন। কিন্তু এই নিলামের কারণেই আইনি নোটিশ পেলেন অক্ষয় ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না।

জানা গেছে, এই অনলাইন নিলামের সর্বশেষ তারিখ আগামী ২৬ মে। আইনি নোটিশে অক্ষয় ও টুইঙ্কেলকে নিলাম বাতিল করতে বলা হয়েছে। নাহলে ভারতের পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেরিত আইনি নোটিশে বলা হয়েছে।

একইসাথে নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সল্টকোটকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, ভারতের ইতিহাসে স্বশস্ত্র বাহিনীর কোনো ইউনিফর্ম নিলামে ওঠানোর রেকর্ড নেই।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি