ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীমনির বাড়িতে নতুন জাপানি সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১০ মে ২০১৮ | আপডেট: ১১:৪২, ১০ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডে তিনি ডানা কাটা পরী। সত্যিই তাই। তিনি দেখতে পরীর মতই। তাঁর মিষ্টি চেহারা ও হাসির প্রেমে অনেক ভক্তই হাবুডুবু খায়। নিজেকেও পরীর মত ভাবতে ভালোবাসেন এই নায়িকা। তাইতো নিজের মুঠোফোনের রিংটোনেও দিয়ে রেখেছেন ‘আমি ডানা কাটা পরী’ ওয়েলকাম টিউন। সেই পরীর একটা দুর্বলতা রয়েছে। আর তা হচ্ছে নতুন গাড়ি। অবশেষে সেই দুর্বলতার কথা প্রকাশ করলেন হালের এই জনপ্রিয় নায়িকা।
বুধবার জাপানি কোম্পানি টয়োটা হ্যারিয়ারের ২০১৫ মডেলের একটি গাড়ি কিনেছেন পরী।

গাড়ি কিনে সেই ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। আর লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ। বাড়িতে তার ফাস্ট এন্ট্রি হলো আজ। নিউ মেম্বর ইন মাই ফ্যামিলি।’
এ বিষয়ে পরীমনি বলেন, ‘আমার অনেকগুলো দুর্বলতা রয়েছে। যার মধ্যে গাড়িও একটি দুর্বলতা। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছি সেটি প্রায় সাড়ে তিন বছর ধরে চালাচ্ছি। তাই নতুন একটি গাড়ি নিলাম। এছাড়া আমার কাছে জাপানি একটি এন্টিক গাড়িও রয়েছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি