ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কনার ব্যস্ত সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১০ মে ২০১৮

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর ‘গার্ডেন গার্ডেন’ গানটির পর এই ঈদে দুটি গানের ভিডিও করার প্রস্তুতি নিচ্ছেন। মাঝে স্টেজ শো নিয়ে ছিলেন বেশ ব্যস্ত। চলচ্চিত্রের গানেও পিছিয়ে নেই তিনি। স্টেজ শো নিয়ে এত ব্যস্ত যে সময় বের করতে পারছেন না তিনি।

স্টেজ শো নিয়ে কনা বলেন, ‘সেই নভেম্বর থেকে প্রতি মাসেই ১৫ থেকে ২০টা শো করছি। শুধু আমার নয়, এবার সবারই স্টেজ শো বেশি। মনে হচ্ছে, রোজার আগ পর্যন্ত এই শোর ব্যস্ততা থাকবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ হয়তো গানের পেছনে খরচ করছে। তারা গান শোনার মধ্য দিয়ে একটু হাসিখুশি থাকতে চায়। এখন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, মিছিল-মিটিং নেই। জঙ্গি হামলার আশঙ্কা কমে গেছে। তা অনেক শো হচ্ছে।’

এদিকে আগামী ১০ মে বরিশাল, ১৪ মে সিলেট এবং ১৫ মে টাঙ্গাইলে শো আছে কনার। তবে সব ব্যস্ততার মাঝেও চলচ্চিত্রের গান, অডিও প্রতিষ্ঠানের গানে সময় দিচ্ছেন তিনি।

এ বিষয়ে কনা বলেন, ‘প্রতিদিন শো থাকে না। মাসে যে কয়েক দিন সময় পাই, তার মধ্যেই চলচ্চিত্রের, অডিও প্রতিষ্ঠানের গান ও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিই।’

নতুন চলচ্চিত্রে গান নিয়ে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি ও ইমরান দ্বৈতকণ্ঠে নায়ক সিনেমার জন্য গাইলাম। হেলেন অব ট্রয় নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কলকাতার আকাশ সেনের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিলাম। এ ছাড়া পাপ কাহিনী ও তুই শুধু আমার নামে আরও দুটি সিনেমার গান করলাম।

এদিকে নতুন গানের ভিডিও প্রসঙ্গে কনা বলেন, ‘অডিও ও ভিডিও প্রতিষ্ঠান সিএমভির জন্য কয়েকটি গান করা আছে। ওই গানগুলো থেকে একটি গানের ভিডিও করা হবে। এ ছাড়া ধ্রুব মিউজিক স্টেশন থেকেও একটি গানের ভিডিও করার প্রস্তুতি চলছে। রোজার মধ্যে স্টেজ শো বন্ধ থাকবে। সে সময় ভিডিওর কাজগুলো করে ফেলব। ঈদের সময় ভিডিওগুলো অবমুক্ত হওয়ার কথা আছে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি