ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাজ-শুভশ্রীর ককটেল নাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১০ মে ২০১৮

শেষ হলো বলিউডের হাই প্রোফাইল বিয়ে। এবার শুরু হয়েছে টালিউডের পালা। রেজিস্ট্রি ম্যারেজের পর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী। ব্যাচেলার্স পার্টির পর ককটেল নাইট কাটিয়ে ফেলেছেন দম্পতি। এখন শুধু সাতপাকের অপেক্ষা।

বিয়ের পূর্ব মুহুর্তে কিছু ছবি শেয়ার করেছেন রাজ। লিখেছেন, ‘ডে ওয়ান সেলিব্রেশনের জন্য হাঁটতে হাঁটতেই পোজ দিচ্ছি আমরা।’

পার্টিতে রাজ-শুভশ্রীর সঙ্গে দেখা যায় সৌরভ এবং অনিন্দিতাকে। এছাড়া দম্পতির ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন পার্টিতে।

মধ্যমণি রাজের দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ। রাজ-শুভশ্রীর পাশাপাশি ডান্স ফ্লোরে ঝড় তুলেছিলেন রুদ্রনীলও।

এদিকে বাওয়ালি রাজবাড়িতে শুরু হয়ে গেছে উৎসব। সেখাবে পৌঁছে গিয়েছে দুই বাড়ির সদস্যরা। তার আগে কলকাতার এই হোটেলে বসেছিল ককটেলের আসর।

সৃজিত, পদ্মনাভ এবং রুগ্রনীলের সঙ্গে রাজকেও দেখা গেছে সেই পার্টিতে। দম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কাছের সব বন্ধুরা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি