ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের বিয়ে

অমিতাভ কন্যা শ্বেতার অন্যরকম ভিডিও ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১০ মে ২০১৮

Ekushey Television Ltd.

হলে গেলো সোনাম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ে। বাবা অমিতাভ বাচ্চনের সঙ্গে সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্বেতা বাচ্চন। সাদা সালওয়ার পরে তিনি যখন সোনামের বিয়েতে হাজির হন, তখনও পাপারাৎজিদের ক্যামেরায় আলো জ্বলে ওঠে। সবার দৃষ্টিতে ছিলেন তিনি। অনিল কন্যার রিসেপশনে হাজির হয়ে মাতিয়ে দিলেন তিনি।

শ্বেতা মেগাস্টার অমিতাভ বাচ্চনের মেয়ে হয়েও অভিনয়ের ধারে কাছেও নেই। অথচ রুপোলী পর্দায় হাজির না হয়েও, সোনাম-আনন্দের রিসেপশনে উপস্থিত হয়ে অমিতাভ কন্যা দেখালেন তার কারিশমা।

সালমান খানের ‘কিক’-এর গানে শ্বেতা মাতিয়ে দিলেন সোনাম কাপুরের ঝলমলে রিসেপশন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি