ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সোনমের ওপর তসলিমার ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৫, ১১ মে ২০১৮

সোনমকে নিয়ে এবার সমালোচনায় মুখর হলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিয়ের অনুষ্ঠান থেকে বিয়ের রাতের অনুষ্ঠান সবই ছিল মিডিয়ার নজরে। বিয়ের আগের মেহেদি থেকে সঙ্গীত সমস্ত কিছুর তথ্যই প্রকাশ্যে আসে। আর বিয়ের নানা ভিডিও ঘিরে আপাতত মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। এবার সেই সোশ্যাল মিডিয়াতে তসলিমা বিঁধলেন সোনমকে।   

অনেক সাক্ষাৎকারেই সোনম নারীদের প্রগতি নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তাঁর `বীরে দি ওয়েডিং` এর ট্রেলারে ও দেখা গিয়েছে, মহিলাদের স্বাধীন মানসিকতা নিয়ে সোনমকে কথা বলতে।

এদিকে, বিয়ের পর সোনম নিজের নাম `সোনম কাপুর`-এর জায়গায় লিখতে শুরু করেন `সোনম কে আহুজা`। উল্লেখ্য, আনন্দ আহুজার সঙ্গে বিয়ের দিন সকালেই অনুষ্ঠানের সমাপ্তির পর নিজের পদবী পাল্টে ফেলেন সোনম। আর এ নিয়েই এবার খোঁচা খেলেন সোনম। সোনমের বিরুদ্ধে তসলিমা নাসরিন টুইটারে প্রশ্ন তুলেছেন কেন সোনম পরিবর্তন করলেন নিজের পদবী? কেন তাঁর স্বামী আনন্দ আহুজা পরিবর্তন করেননি তাঁর নিজের পদবী?

যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রত্যুত্তর আসেনি সোনমের পক্ষ থেকে থেকে। এদিকে, বিয়ের পর আনন্দের সঙ্গে প্রথম ছবিটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় আসেন সোনম। ছবিটি পোস্ট করেন সোনমের স্বামী আনন্দ। ছবিতে দেখা যাচ্ছে দুজনের পা একসঙ্গে। একজনের পরনে লেডিস শ্যু অন্যজন স্নিকার্সে।রিসেপশনের রাতে আনন্দ আহুজা ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে পরেছিলেন স্নিকার্স।

আর পোশাক অনুযায়ী ঐত্যবাহী জুতো না পরা নিয়েও আনন্দকে ঘিরে বেশ আলোচনা হয়েছে। শুধু আন্দ নয়। বিয়ের আসরে ল্যাহেঙ্গার সঙ্গে স্নিকার্স পরতে দেখা যায় সোনমের বোন রিহকেও।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি