ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

এবার পালা দীপিকা-রণবীরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১১ মে ২০১৮

সোনম কাপুর এবং আনন্দ আহুজার রিসেপশন শেষ। এবার পালা দীপিকা-রণবীরের। বলিউড টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তবে, দীপিকা এবং রণবীর সিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সোনম কাপুর এবং আনন্দ আহুজার রিসেপশনে যখন শাহরুখ, সালমানদের সঙ্গে মঞ্চ মাতানো শুরু করেন রণবীর সিং, সেই সময় আচমকাই যেন সেখান থেকে বেপাত্তা হয়ে যান তিনি। শেষে রণবীর সিং-কে সোনাম কাপুরের রিসেপশনের মাঝেই সিঁড়ির উপর বসে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, নিজের মোবাইলে একমনে কিছু করতেও দেখা যায় তাঁকে। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, রণবীর কার সঙ্গে কথা বলছেন বলে প্রশ্ন ওঠে। আর সেই ছবির নীচে রীতিমত ভালোবাসার চিহ্ন এঁকে দেন দীপিকা। যা থেকেই স্পষ্ট, সোনামের রিসেপশন মাঝ পথে ছেড়ে ভোর তিনটার সময় দীপিকার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন রণবীর সিং।
সম্প্রতি ‘মেট গালা ২০১৮’ শেষ করে কান ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত দীপিকা পাডুকন। আর কয়েকদিনের মধ্যেই ৭১তম কান ফেস্টিভ্যালে যোগ দিতে ফ্রান্সের দিকে রওনা দেবেন তিনি।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি