ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবা হারালেন অভিনেতা কল্যাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১১ মে ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়ার বাবা পিটার কোরাইয়া আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, কল্যাণ কোরাইয়ার বাবা দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

কল্যাণ কোরাইয়া বলেন, ‘বাবা আমার বন্ধু ছিলেন। সবসময় আমাকে উৎসাহ যুগিয়েছেন, আমার কাজগুলোকে সমর্থন দিয়েছেন। আমার পরামর্শকও ছিলেন বাবা। তার মৃত্যু আমার জন্য অপূরণীয় ক্ষতি। সবাই দোয়া করবেন, আমার বাবা যেন পরপারে শান্তিতে থাকেন।’
ডিরেক্টর গিল্ডের সাংগঠনিক সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর জানান, পিটার কোরাইয়ার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে মণিপুরিপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। আজ তার মরদেহ খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করা হবে।
সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি