ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কার নতুন ঠিকানা ‘কবরস্থান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১১ মে ২০১৮

Ekushey Television Ltd.

দেবপ্রতীম দাসগুপ্ত পরিচালিত সাসপেন্স থ্রিলার ‘ইশ্বর’ সিনেমাতে এন্ট্রি হল প্রিয়াঙ্কা সরকারের। এমনটাই দাবি করছে কিছু সূত্র। কবরস্থানের গার্ড হিসেবে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিনেমাতেই নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে অভিনেত্রী প্রিয়াঙ্কাকে।
সিনেমার কাহিনীতে একটি কবরস্থানের পাহারাদারকে নিয়ে। যার মানসিক সমস্যাকে ঘিরে তৈরি হবে নানান বিপদ। তার স্ত্রীয়ের চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা। সেই নিরাপত্তা রক্ষীর ধারণা কবরের নীচে শুয়ে থাকা মৃতদেহদের সিমেট্রিতে ঘুরতে আসা মানুষেরা বিরক্ত করে। সেই কারণে সিক্যুরিটি গার্ডটি ট্যুরিস্টদের কবরস্থানে প্রবেশ করতে দিলেও নিঃশব্দে থাকতে বলেন তাদের। যা ধীরে ধীরে রূপ নেয় বিপত্তির। রহস্য-রোমাঞ্চ দিয়েই মোড়া গল্পের চিত্রনাট্য।
প্রিয়াঙ্কা সিনেমাটিতে অভিনয় করছেন কিনা সেই বিষয় কোন মন্তব্য করেননি। শাশ্বত ছাডা় সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিন্দ্য চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মানসি সাহা, কৌশিক কর সহ অনেকে। ফিল্মের সিনেম্যাটগ্রাফির দায়িত্বে রয়েছেন মানস গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার শ্যুটিং।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি