ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মধুচন্দ্রিমায় নেহা-অঙ্গদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১১ মে ২০১৮

চুপিচুপি বিয়ে সেরে নিয়েছেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি। ক্যামেরা থেকে দূরে থাকতে ঘনিষ্ঠদের নিয়ে গুরুদুয়ারায় সাতপাক ঘুরে নিয়েছেন নেহা ধুপিয়া। কিন্তু, বলিউড অভিনেত্রী চুপিসাড়ে বিয়ে সারলেও, তা কিন্তু প্রকাশ্যে এসেই পড়ে।

পরিচালক করণ জোহর নেহা ধুপিয়ার বিয়ের ছবি প্রকাশ করেন। এরপরই জানা যায় ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদ বেদি তার পুরনো বন্ধু, আর বন্ধুত্ব থেকে সম্পর্কের সূত্রপাত। ১০ মে বিয়ের পর পরই আমেরিকায় উড়ে যান অঙ্গ এবং নেহা।

জানা যায়, আমেরিকায় মধুচন্দ্রিমা কাটিয়ে মুম্বাইতে ফিরবেন সেলিব্রিটি দম্পতি। এরপরই বসবে নেহা এবং অঙ্গদের বিয়ের রিসেপশন পার্টি। সেখানে হাজির থাকবেন বলিউডের নামিদামি তারকারা। কিন্তু, রিসেপশনের আগে মধুচন্দ্রিমার জন্য আকাশে ওড়ার আগে ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়েন নেহা-অঙ্গদ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি