ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হিন্দু আচার মেনেই রাজের গায়ে হলুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১১ মে ২০১৮

সব কিছুই হচ্ছে হিন্দু আচার-অনুষ্ঠান মেনে। সকাল সকাল নান্দীমুখ হয়ে গেছে রাজের। গায়ে লেগেছে ভালোবাসার হলুদ। আর সেই সব মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।
পুরোপুরি হিন্দু আচার অনুষ্ঠান মেনেই হচ্ছে ‘রাজশ্রী’ বিয়ে। নিয়ম-আচারে যাতে কোনও ত্রুটি না হয়, তাই বর্ধমানের পরিচিত পুরোহিতের কাঁধেই চাপানো হয়েছে বিয়ের দায়িত্ব। নিষ্ঠার সঙ্গে তৈরি করা হয়েছে ‘শ্রী’। কলা তলায় বসে বিয়ের প্রাথমিক কাজ সারলেন পরিচালক। গিয়েছে গায়ে হলুদ পর্বও।
এদিকে তত্ত্বও তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে রাজের গায়ের ছোঁয়া হলুদ আর তত্ত্বও নিয়ে বরপক্ষ পৌঁছে দেবে কনের কাছে। জানা গেছে, রাত এগারোটায় বিয়ের লগ্ন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি