ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘রাজশ্রী’র বিয়ে সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১২ মে ২০১৮

ভালোবাসার লাল রঙে রঙিন হল শুভশ্রীর সিঁথি। সামাজিক ভাবে রাজের ঘরণী হলেন তিনি। সাতপাক ঘুরে, অগ্নিকে সাক্ষী রেখে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন পরিচালক-অভিনেত্রী। সাক্ষী থাকল বাওয়ালি রাজবাড়ি।
কলকাতা থেকে ঘন্টা দু’য়েকের দূরত্বে বসেছে ‘রাজশ্রী’ বিয়ের আসর। একেবারে হিন্দু রীতি-নীতি মেনে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাঙালি ঐতিহ্য মেনে লাল বেনারসী পরেন নায়িকা। যদিও সে শাড়ি ডিজাইন করেছেন ডিজাইনার সব্যসাচী। সঙ্গে ভারী সোনার গয়না। মাথায় ওড়না। সব মিলিয়ে লাজে এবং ভালোবাসায় লাল শুভশ্রী।
অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবী পরেছেন রাজ। সঙ্গে মানানসই ধুতি। আর মাথায় সোলার টোপর। জুঁই ফুল দিয়ে সাজানো হয়েছে ছাদনাতলা। যার নীচে দাঁড়িয়ে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাজ-শুভশ্রী। টালিউডের তারকারা ছাড়া এই বিয়ের আমন্ত্রিতদের লিস্টে ছিলেন মন্ত্রীরাও।


ছিল মহাভোজের ব্যবস্থা। মেনুতে ছিল চাইনিজ, ইন্ডিয়ান ও বাঙালি খাবারের নানা পদ। শেষপাতে আইক্রিম থেকে শুরু করে ছিল ক্ষীরের পাটিসাপটা।
সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি