ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জঙ্গিবাদ নিয়ে ‘জান্নাত’র টিজার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১২ মে ২০১৮ | আপডেট: ১০:৩৭, ১২ মে ২০১৮

প্রকাশ পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমার টিজার। পৌনে দুই মিনিটের এই টিজারে সাইমন, মাহির উপস্থিতি নজর কেড়েছে সবার।

সিনেমায় জঙ্গি চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। সমসাময়িক প্রসঙ্গ উঠে আসায় অধিকাংশ চলচ্চিত্রপ্রেমী টিজারের প্রশংসা করেছেন। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুলাই।

এই টিজারে দেখা গেছে সাইমনকে উদ্দেশ্য করে মাহি বলেছেন, ‘এমন একজন আমি জীবনে পেয়েছি, যিনি আমাকে তার জীবনে জান্নাত ভাবেন। এই জান্নাত এখন আপনার হৃদয়ে বন্দি।’

এরপর সাইমন মাহিকে বলেন, ‘আল্লাহ পাক আমাকে যে জান্নাত দিলেন তা পরম আদরে আগলে রাখবো।’  সংলাপ দুটি হৃদয় ছুঁয়েছে সবার।’

তবে এই টিজারে ফুটে উঠেছে জঙ্গী রহস্য। টিজারের ৫৫ মিনিটের মাথায় দেখা গেল সবকিছু ওলটপালট হয়ে গেছে। দেখা গেছে, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ সন্দেহে সাইমনকে পুলিশ তাড়া করেন, গ্রেপ্তার করেন। মাহি কোনোভাবেই বিশ্বাস করেন না, সাইমন জঙ্গী।
এমন টানটান উত্তেজনা দেখা গেল জান্নাত সিনেমার টিজারে। টিজারটি প্রকাশ হয়েছে শুক্রবার সকালে।


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি