ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তুষ্টির গায়ে হলুদ শেষ, আজ বিয়ের অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১২ মে ২০১৮

অভিনেত্রী শামীমা তুষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে গত বৃহস্পতিবার। আজ শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে দুই পরিবারের উপস্থিতিতে সাজ্জাদুল ইসলামের সঙ্গে আকদ সম্পন্ন হয়েছিল গত বছরের ৩ নভেম্বর।
গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের পাশাপাশি তারকা জগৎ থেকে দীপা খন্দকার, মৌসুমী নাগ, তাহমিনা মৌ ও তানভীন সুইটি ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই।
নিজের বিয়ে নিয়ে শামীমা তুষ্টি জানান, গত ১০ মে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সন্ধ্যার পরপর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে।


তিনি আরও জানান, আজ ১২ মে ঢাকায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তুষ্টির বরের নাম সাজ্জাদুল ইসলাম। তিনি একটি কুরিয়ার সার্ভিস ইউপিএস-এর হেড অব সেলস হিসেবে কর্মরত আছেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর দুই পরিবারের উপস্থিতিতে সাজ্জাদুল ইসলামের সঙ্গে আকদ সম্পন্ন হয়েছিল শামীমা তুষ্টির।


শামীমা তুষ্টি ও সাজ্জাদুল ইসলাম একে অপরকে ১৮ বছরের বেশি সময় ধরে চেনেন।
এ দিকে বর্তমানে শামীমা তুষ্টি অভিনীত নাটক প্রচারিত হচ্ছে দুরন্ত টিভিতে। ‘হাছনরাজা’ নামক একটি চলচ্চিত্রও রয়েছে মুক্তির অপেক্ষায়, যেখানে অভিনয় করেছেন তুষ্টি। ইতোপূর্বে তিনি ‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’ ও ‘স্বপ্ন ডানায়’ অভিনয় করেছেন। এ ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শামীমা তুষ্টি গড়ে তুলেছেন `আমরা মানুষ` নামে একটি সংগঠন। অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি