ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কানের লালগালিচায় গোলাপী দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১২ মে ২০১৮

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। না শুধু বলিউড নয়, তিনি এখন হলিউড গার্ল। এবারও তিনি কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাটলেন। যেখানে গোলাপী আভা ছড়িয়ে দিলেন এই সুন্দরী। গোলাপী রঙের গাউনে তাকে বেশ আবেদনময়ী লাগছিল।
এর আগের দিন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের সাদা গাউন পরে লাল গালিচায় হাজির হন দীপিকা। সঙ্গে পরেছিলেন হীরের দুল।

এ বছর বিশ্বখ্যাত প্রসাধনী পণ্য ল’রেলের হয়ে কান উৎসবে হেঁটেছেন দীপিকা। পণ্যটির শ্যুভেচ্ছাদূত হয়ে গত বছরও ঝলমলে উপস্থিতি দিয়ে নজর কাড়েন দীপিকা।


শুধু দীপিকাই নন, এ বছর কান উৎসবে এরইমধ্যে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত।

ভারত থেকে কান উৎসবে আরও দেখা যেতে পারে সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাইকেও। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি