ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

এক সঙ্গে জয়া-মৌ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১২ মে ২০১৮

দুই বাংলার অন্যতম জনপ্রিয় তারকা জয়া আহসান। সম্প্রতি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ‘বিয়ে বাড়ির গল্প’ হাউসে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মৌ এর সঙ্গে ফটোশুট ভিডিও শুটে অংশ নিয়েছেন।

মৌ আর জয়া আহসানকে নিয়ে এই শুটের আয়োজন করে বিশ্বরঙ। এ প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব সাহা। দুই তারকার পোশাক আর সাজগোজ এবং এই শুট সবকিছুর ভাবনাই তার।

বিপ্লব সাহা জানালেন, ঈদ উপলক্ষে দেশের জনপ্রিয় এই দুই তারকাকে নিয়ে শুটের আয়োজন করা হয়। শিগগিরই তা প্রকাশ করা হবে।

জয়া আহসান বলেন, ‘মৌ আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমাদের দেখা হয় কম। এবার তো অনেক বছর পর দুজনের দেখা হলো। আমরা দুজনই খুব আনন্দ নিয়ে কাজ করেছি।’

জয়া আরও বলেন, ‘মৌ আমার খুব পছন্দের মডেল। মানুষ হিসেবে তাঁকে ভীষণ পছন্দ করি। আমার যেকোনো সংকটের সময় তাঁকে পাশে পেয়েছি।’

মৌ বলেন, ‘আমাদের সরাসরি দেখা হলো সম্ভবত পাঁচ বছর পর। আর দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি।’

এদিকে জয়া আহসান এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনা করছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমার নাম ‘দেবী’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি