ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

গলফ স্ট্রিক হাতে রিয়াজ-মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১২ মে ২০১৮

নায়ক রিয়াজ একজন গলফার। তবে সেটা নেহায়েত শখের বশে। অভিনয় ব্যস্ততা ছাপিয়ে ফুরসত পেলে মাঝে মাঝে খেলেন। অপরদিকে মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটে অলরাউন্ডার তিনি। গলফ নিয়ে তার অভিজ্ঞতা নেই বললেই চলে।
অথচ দুই অঙ্গনের দুই প্রজন্মের দুই তারকা গতকাল শুক্রবার মুখোমুখি হলেন গলফ স্ট্রিক হাতে। রাজধানীর কুর্মিটোলা কোর্সে দুজনার প্রথম পরিচয় ঘটে। গলফ স্ট্রিক হাতে নিয়ে শুরুতে একটু অস্বস্তিতে ছিলেন ক্রিকেটার মিরাজ।

রিয়াজই দূর করেন বাংলাদেশি অলরাউন্ডারের অস্বস্তিটা। এরপরে তো রিয়াজের সঙ্গে পাল্লা দিয়েই গলফ খেলায় মেতে ওঠেন মিরাজ। পর্দার প্রিয় নায়ক রিয়াজকে সরাসরি দেখে দারুণ রোমাঞ্চিত মিরাজ।

মিরাজ বলেন, ‘ওনাকে এতোদিন সিনেমায়-টিভিতে দেখেছি। তার অনেক সিনেমা দেখেছি। আজকে সামনা সামনি দেখে, পরিচিত হতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এভাবে এই গল্ফ কোর্সে তার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার।’
এদিকে রিয়াজও একই সুরে বলেন, ‘আমি মিরাজের ফ্যান। আজই আমাদের প্রথম পরিচয়। দারুণ সময় কেটেছে গলফ কোর্সে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি