ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রাজকে ভুলতে পারছেন না মিমি! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১২ মে ২০১৮ | আপডেট: ১৯:০১, ১২ মে ২০১৮

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গোপাধ্যায় অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন। শুক্রবার বসেছিল তাদের বিয়ের এই জমজমাট আসর। ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতেই তাদের চার হাত এক হলো।

রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। রাজ চক্রবর্তীর সঙ্গে এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীর দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায়।

কিন্তু সাবেক প্রেমিক রাজের বিয়ের দিন ঠিক কী করছিলেন মিমি?  

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘টু মাইসেল্ফ’। ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দায় বসে বই পড়ছেন নায়িকা। সামনে চা, পাশে পানির বোতল।

ছবিটি নিয়েই এখন নতুন জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকে বলছেন, রাজ-শুভশ্রীর বিয়ের দিনে মন ভালো নেই মিমির। তাই রাজকে ভুলতেই নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন। 

আবার কারও মত, মিমির জীবন থেকে রাজ চ্যাপ্টার ভ্যানিশ হয়ে গেছে। পুরনো ঘটনা তিনি আর মনে রাখতে চান না।

তবে কোনটা সত্য! তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মিমি। 

জানা গেছে, বাওয়ালি রাজবাড়ির অতিথি তালিকায় মিমির নাম ছিল না। এমনকী আগামী ১৩ মে রাজ-শুভশ্রীর রিসেপশনেও মিমি থাকবেন কিনা তা জানা নেই। কিন্তু রাজের বিয়ের দিনটা নিজেকে নিজেই সময় দিলেন মিমি। নিরবেই কাটালেন দিনটি।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি