ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

এবার আসিফের গানের মডেল এভ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৩ মে ২০১৮

জানাতুন নাঈম এভ্রিল। আলোচিত, সমালোচিত মডেল, অভিনেত্রী। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জিতেও বাদ পড়েন বিয়ের তথ্য লুকানোর জন্য। পরবর্তিতে এই প্রতিযোগিতাই তার ভাগ্য খুলে দিয়েছে। বর্তমানে কাজ করেছেন নাটক, টেলিফিল্ম মিউজিক ভিডিওতে। তারই ধারাবাহিকতায় এবার তিনি গায়ক আসিফ আকবরের গান ‘কসম’-মডেল হলেন।

ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনায় পংকজ। ভিডিও পরিচালনা করেছেন ইমন। সম্প্রতি শেষ হয়েছে গানটির শুটিং।

নতুন এ ভিডিও নিয়ে এভ্রিল বলেন, ‘আমি আসিফ ভাইয়ের গানের পাগল। তিনি বাংলা গানের যুবরাজ। তাঁর গানে মডেল হতে পেরে ভালো লাগছে। গানটি অনেক সুন্দর। অডিও যে কারো ভালো লাগার মতো। ভিডিওটাও সুন্দর করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, সবার নজর কাড়বে।’

একই সঙ্গে আসিফ বলেন, ‘আমি সব সময় গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। এই গানটির ক্ষেত্রেও সেটা বজায় ছিল। বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলো এভ্রিল। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি