ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ছোট গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৩ মে ২০১৮ | আপডেট: ১২:১৩, ১৩ মে ২০১৮

ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারনের কাজ সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবারহ করে কিন্তু যে সব কর্মীরা এই আয় করে তাদের জীবন স্বাভাবিকভাবে চলে না। প্রতিবছর ঈদের সময় আমরা দেখি তারা বেতন ভাতার জন্য আন্দোলন করে। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে। তবে তারা কেন কাজ করে, কিভাবে কাজ করে, তা শরীরবৃত্তীয় গল্পে লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি চেষ্টা করেছি মানবিক এই গল্পটি সহজ সরল ভাবে তুলে ধরার’

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মাহলানোবিশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

অনিক কান্তি সরকারের চিত্রনাট্যে চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন। শীঘ্রই কাজটি মুক্তি পাবে বলে আশা করেন নির্মাতা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি