ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা দিবসে দিলারা জামানের ‘ভাগ’ (নাটকটি দেখুন)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৩:২৬, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

মা দিবস’কে কেন্দ্র করে নির্মাণ হয়েছে আহসান হাবিব সকালের রচিত নাটক ‘ভাগ’। নাটকটিতে অভিনয় করেছেন টেলিভিশন জগতের বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এটি পরিচালনা করেছেন তাজু কামরুল।

‘ভাগ’ নাটকে দেখা যাবে- আসিয়া (দিলারা জামান) একজন গৃহিণী। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী সংসার। সন্তানেরা সবাই বিবাহিত, যে যার সংসার নিয়ে সুখী। একদিন হঠাৎ করে আসিয়ার স্বামী গৃহকর্তা সিদ্ধান্ত নেয় তিন সন্তানের নামে সম্পত্তি বন্টন করে দেবেন। কথা মত উইল করে দেন।

এরপর সন্তানদের সামনেই উকিল উইল পড়ে শোনায়। সন্তানেরা জানতে পারে, মায়ের নামে কিছু দেয়নি বাবা। কিন্তু কেন? এমন প্রশ্ন তোলে তারা। বাবা জানায়, তোমারাই তো মায়ের সবচেয়ে বড় জায়গা-জমি, তাহলে তোমার মায়ের বাড়তি জায়গা-জমির কী প্রয়োজন।

একদিন হঠাৎ করে মারা যান আসিয়ার স্বামী। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটিতে দিলারা জামান ছাড়া আরও অভিনয় করেছেন- শাহেদ শরীফ খান, ফারজানা ছবি, সাব্বির আহমেদ, শাহনূর, আহসানুল হক ইনু, র্নিঝর আজাদ ও উত্তম প্রমূখ।

মা দিবস উপলক্ষে এশিয়ান টিভিতে আজ রোববার রাত ১০টা ১০ মিনিটে ‘ভাগ’ নাটকটি প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি