ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুক্তির দু’দিনেই মাত করেছে আলিয়ার ‘রাজি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১৩ মে ২০১৮

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং ভিকি কৌশলের থ্রিলারধর্মী সিনেমা ‘রাজী’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে। শুক্রবার মুক্তির পর গত দুই দিনে সিনেমাটির আয় সাড়ে ১৮ কোটিতে পৌঁছেছে। মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমাটিকে চলতি বছরের অন্যতম আকাঙ্খিত সিনেমা বলা হচ্ছিল। সিনেমা মুক্তির পরই যেন সেই কথার প্রমাণ মিলছে।  
চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, আলিয়া ভাট প্রমাণ করেছেন সিনেমা হিট করার জন্য তার খুব বড় কোনো নায়কের প্রয়োজন নেই। তিনি নিজেই এর জন্য যথেষ্ট। এর আগেও আলিয়া ঝুঁকি নিয়ে এ ধরনের সিনেমাতে অভিনয় করেছেন।

‘রাজী’ সিনেমাতে আলিয়া ভাট কাশ্মীরে বসবাসরত একজন সাধারন ভারতীয় নারীর ভূমিকায় অভিনয় করেছেন। পরবর্তীতে তাকে একজন গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। ঘটনাক্রমে তার বিয়ে হয় একজন পাকিস্তানী সৈন্যের সঙ্গে। এভাবেই এগিয়েছে সিনেমা কাহিনী। এই সিনেমাতে আলিয়ার অভিনয় সবার দৃষ্টি কেড়েছে। সিনেমাটির প্রথম দুইদিনের আয় দেখে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, সম সাময়িক অন্যান্য সিনেমা ‘পদ্মাবত’, ‘প্যাডম্যান’, ‘রেইড’, ‘হিচকি’, ‘বাঘী ২’, ‘১০২ নট আউটে’র মতো রাজী সিনেমাটিও এ বছর বক্স অফিস মাত করবে।
সূত্র : ইন্ডিয়া ডট কম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি