ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কান চলচ্চিত্র উৎসবে ‘কিয়া অ্যান্ড কসমস’ প্রদর্শিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৩ মে ২০১৮

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলা চলচ্চিত্র ‘কিয়া অ্যান্ড কসমস’। শুক্রবার কান প্যালাইস দি ফেস্টিভ্যালের ‘প্যালাইস বি হল’-তে এটি প্রদর্শিত হয়। সেখানে বিদেশি সিনেমাপ্রেমীদের কাছে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে।
যদিও ‘কিয়া অ্যান্ড কসমস’ চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। তবে ইতিমধ্যেই ‘কান’র মঞ্চেই প্রকাশ্যে এসেছে এটির টিজার। যা পরিচালক সুদীপ্ত রয়ের এই চলচ্চিত্রটি নিয়ে কৌতুহল আরও বেশকিছুটা বাড়িয়ে দিয়েছে।
১৫ বছরের এক কিশোরী ‘কিয়া’ কে নিয়েই গড়ে উঠেছে এই চলচ্চিত্রটির প্রেক্ষাপট। কিয়া (ঋত্বিকা পাল) আর পাঁচজনের মতো সুস্থ-স্বাভাবিক নয়। সে ‘পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’-এ আক্রান্ত। যে রোগের কারণে তার বয়স ১৫ বছর হলেও তার মানসিক বিকাশ ওই বয়সের কিশোরীদের মতো নয়। কিয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ে। কিয়াকে তার মা জানিয়েছে, তার বাবা মারা গেছে। যদিও সত্যটা তা নয়, তিনবছর আগে তার বাবা তাদের ছেড়ে চলে যায় কালিম্পং-এ।
এদিকে ‘পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ আক্রান্ত হওয়ার কারণে কিয়া স্কুলে যায়, তবে ওর মানসিক বিকাশ স্বাভাবিক ভাবে হয়নি। এরই মাঝে কিয়ার পাশের বাড়ির বিড়াল ‘কসমস’ খুন হয়। ছোট্ট কিয়া তার মতো করেই ‘কসমস’ মৃত্যু রহস্যের তদন্ত শুরু করে। আর এনিয়েই নিজের বিভিন্ন চিন্তাভাবনা কিয়া তার ডায়েরিতে গল্পের আকারে লিখতে শুরু করে। মেয়ের কাণ্ডকারখানা জানতে পেরে তার ডায়েরি লুকিয়ে রাখে তার মা দিয়া (স্বস্তিকা মুখোপাধ্যায়) আর এরই মাঝে তার বাবা বেঁচে আছে জানতে পেরে বাবাকে খুঁজতে সে একাই কলকাতা থেকে কালিম্পং-এ যাত্রা করে। যদিও এই গল্পের মাঝে রয়েছে অনেক ঘটনা তবে সেগুলি জানতে হলে সিনেমাটির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই সিনেমাতে কিয়ার চরিত্রে দেখা যাবে ঋত্বিকা পালকে আর কিয়ার ‘মা’র চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দেখা যাবে জয় সেনগুপ্ত, শ্রমণ চট্টোপাধ্যায়, জাহিদ হোসেন সহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন সুদীপ্ত রায়। সম্পাদনা করছেন অনির্বাণ মাইতি। এটি মূলত বাংলা ভাষার সিনেমা হলেও এখানে ইংরাজি ও নেপালি এই দুটি ভাষাও ব্যবহার করে হয়েছে।

 সূত্র : জি নিউজ

এসএ./

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি