ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার ব্যাগ আর প্রিয়াঙ্কার পোশাকের দাম কত জানেন?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ১৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

একটি পোষাক আপনি কত টাকা দিয়ে কিনবেন। আপনি কি ২ লক্ষ রুপির কাছাকাছি দামের কোনও পোশাক বা ব্যাগ কেনার কথা ভাবতে পারেন? কথাটা শুনেই চমকে উঠলেন? খুব স্বাভাবিক। তবে বলিউড তারকাদের কাছে এই টাকাটা কোনও ব্যাপারই নয়। অনায়াসে তারা দুই বা তিন লক্ষ টাকার ব্যাগ, পোশাক কিংবা অন্যকোনও ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলতে পারেন। এই যেমন বচ্চন পরিবারের বৌ ঐশ্বরিয়া রাই বচ্চন, কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের কথাই বলছি।

সম্প্রতি, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে যাওয়ার সময় ঐশ্বরিয়ার হাতে বারবেরি ব্র্যান্ডের হলুদ বেল্ট লাগানো একটা কালো চামড়ার ব্যাগ দেখা যায়। সেই ব্যাগটির দাম কত হতে পারে আপনার ধারনা আছে? ওই ব্যাগটির দাম ১ লক্ষ ৫৪ হাজার ২২৮ রুপি।

অন্যদিকে, সম্প্রতি কোয়ান্টিকোর প্রমোশনে গিয়ে এমিলিও পুসুই ফ্যাশান ব্র্যান্ডের সিল্ক ফ্লোরাল প্রিন্টেড পোশাক পরতে দেখা যায়। যার টপটির দাম ৯৪ হাজার ৮০০ রুপি, প্যান্টটির দামও ৯৪ হাজার ৮০০। দুটো মিলে পোশাকটির দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ৮৯ হাজার ৬০০ রুপি। জিনিউজ  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি