ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজ-শুভশ্রীর রিসেপশন (ভিডিও দেখুন)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৪ মে ২০১৮

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বেজ রঙা লেহেঙ্গা। সুরভি পনসারির ডিজাইন করা কুর্তা। রাজ-শুভশ্রীর রিসেপশেনর সাজ ছিল এমনটাই।
রবিবার সন্ধ্যায় আরবানাতে বসেছিল টালিউডের এই মেগা রিসেপশন। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির জন্য অতিথিদের কারও কারও পৌঁছতে একটু দেরি হয়। তবে প্রায় সকলেই এসেছিলেন, দম্পতিকে শুভেচ্ছা জানাতে।
পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িক— টালিউড ইন্ডাস্ট্রির সব ধরনের কলাকুশলীর উপস্থিতি ছিল এদিন। বাদ পড়েননি নেতা-মন্ত্রীরাও। অতিথিদের জন্য আয়োজনের ত্রুটি রাখেননি রাজ দম্পতি। বিয়ের দিনের মতোই আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা তো ছিলেনই।



অষ্টমঙ্গলায় শুভশ্রীর বর্ধমানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে দম্পতির। সেখান থেকে ফের আরবানায় ফিরবেন তারা। তবে হানিমুনে কোথায় যাচ্ছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে বিয়ে পর্ব শেষ করে দ্রুত কাজে ফিরতে চান দু’জনই।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি