ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজের রিসেপশনের দিন কার সঙ্গে কাটালেন মিমি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৪ মে ২০১৮

রাজ-শুভশ্রীর রিসেপশন ছিল রবিবার। টালিউডের প্রায় সব তারকাই এসেছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু অভিনেত্রী মিমি চক্রবর্তী আসেননি। আসবেন কি করে, তিনি তো রাজেরই প্রাক্তন প্রেমীকা।
শুভশ্রীর সঙ্গে সম্পর্কের আগে মিমির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল রাজের। তাদের ব্রেকআপও হয়ে যায়। তারও আগে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গেও রাজের সম্পর্কের কথা শোনা গেছে। অন্যদিকে শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্কের গুঞ্জনও নতুন কিছু নয়। কিন্তু মিমির ওপরেই যেন সবার দৃষ্টি। কারণ, মিমি-রাজ-শুভশ্রী এই ত্রিকোণ প্রেম নিয়ে কয়েক মাস আগে টালিউডে প্রচুর সংবাদ প্রকাশ পেয়েছে।
রাজের বিয়ের দিন একান্তে সময় কাটিয়েছেন মিমি। নিজেকে সময় দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবি দেখে সেটি নিশ্চিত হওয়া যায়। রাজ-শুভশ্রীর রিসেপশনের দিন ছিল মাদার্স ডে। তাই দিনটা মায়ের জন্যই সেলিব্রেট করেছেন নায়িকা।

মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘টু মাই ওয়ার্ল্ড, টু মাই একজিসটেন্স...।’ অর্থাৎ মিমির কাছে পুরো পৃথিবী হলেন তার মা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি