ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মায়ের জন্যই আমি আজকের মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিদ্যা সিনহা মিম। নিজের মাকে অনেক ভালোবাসেন তিনি। জীবনের সব বিষয় তার সঙ্গেই শেয়ার করেন। গতকাল ছিল বিশ্ব মা দিবস। যদিও মায়েদের প্রতি ভালোবাসা জানাতে কোন দিবসের প্রয়োজন হয় না। প্রতিটি সন্তানের কাছে প্রতিদিনই মা দিবস। তবুও মায়েদের বিশেষভাবে সম্মান জানাতেই এই একটি দিনকে বিশ্বব্যাপী বেছে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকাই সিনেমার আলেচিত নায়িকা বিদ্যা সিনহা মিম তার মাকে নিয়ে  অনুভূতি ব্যক্ত করেছেন।
মিম বলেন, ‘প্রতিটি সন্তানের কাছেই তার মা সেরা মা। আমার কাছেও আমার মা সেরা। মাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারিনা। শুটিং বলেন, বেড়াতে বলেন, সব কাজেই মাকে আমার সঙ্গে চাই। মা আমার সঙ্গে থাকা মানেই  যে কোন কাজের সাহস পাওয়া। মায়ের জন্যই আমি আজকের মিম।’
গতকাল রোববার মিমের মা ছবি সাহা রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা’ পেয়েছেন।


এ প্রসঙ্গে মিম বলেন, ‘আমার কর্মক্ষেত্রে আমার সফলতাকে বিবেচনা করে আমার মাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এটা আমার জন্য অনেক ভালোলাগার-আনন্দের, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমার আজকের এই সফলতার পেছনে বাবা-মা দু’জনেরই ভূমিকা রয়েছে। মা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। যারা আমার মাকে সম্মাননা জানালেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি