ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রাণীর কাছ থেকে বিয়ের অনুমতি পেলেন হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৫:৩৭, ১৪ মে ২০১৮

প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল বিয়ে করতে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে চূড়ান্ত অনুমতি পেয়েছেন। রবিবার এ অনুমতি জনসমক্ষে প্রকাশ করা হয়।
প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের দ্বিতীয় সন্তান হ্যারি ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠতম উত্তরাধিকারী। রাজকীয় আইন অনুযায়ী, ব্রিটেনে রাজপরিবারের সদস্যদের বিয়ে করতে হলে রাণীর অনুমতি নেয়া বাধ্যতামূলক।
হ্যারি-মেগানের বিয়ে নিয়ে হাতে লেখা সেই অনুমতিপত্রে বলা হয়েছে, ‘আমাদের সবচেয়ে প্রিয় নাতি প্রিন্স হেনরি চার্লস আর্লবার্ট ডেভিড অব ওয়ালেস ও র‌্যাচেল মেগান মের্কেলকে আমরা অনুমতি দিয়েছি এবং অনুমতির প্রমাণ হিসেবে এ পত্রটি লেখা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বাগদান হয়। এ বছরের ১৯ মে উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জ’স শাপেলে তারা বিয়ের বন্ধনে জড়াবেন।

সূত্র : পিপল সাময়িকী

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি