ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সন্তানদের সঙ্গে নিয়ে দেশে ফিরলেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ মে ২০১৮

তিন সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন সানি লিওন। তাদের সঙ্গে ছিলেন ড্যানিয়েল ওয়েবার। দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে সানি যখন মুম্বাই বিমানবন্দরে পা রাখেন, তখন পাপারাৎজির ক্যামেরা ঝলসে ওঠে। আর সেখানেই দেখা যায়, এক ছেলেকে কোলে নিয়েছেন সানি, অন্যজন রয়েছে প্যারামবুলেটরে। সেই সঙ্গে মেয়ে নিশাকেও প্যারামবুলেটরে চড়িয়ে বিমানবন্দরের লাউঞ্জ ছাড়েন সানি এবং ড্যানিয়েল।
সম্প্রতি সারোগেসির মাধ্যমের যমজ পুত্র সন্তানের মা হন সানি লিওন। সোশ্যাল সাইটে সেই ছবি শেয়ার করে, দুই সন্তানের জন্মের কথা ভক্তদের জানান।
পাশাপাশি এবার তার সংসারে নিশা, নোয়া এবং এসার তিন সন্তানই উপস্থিত। তাই, এবার তার সংসার পরিপূর্ণ বলেও দাবি করেন সানি। কিন্তু, নোয়া এবং এসারের জন্মের পর, প্রথমে তাদের বিদেশেই রেখে আসেন সনি লিওন। কিন্তু, কয়েক মাস পর এবার তিন সন্তানকে একসঙ্গে নিয়ে দেশে ফিরলেন সানি এবং ড্যানিয়েল।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি