ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্বামী ঋষির জন্য ক্ষমা চাইলেন নীতু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৪ মে ২০১৮

বিতর্ক পিছু ছাড়ছে না ঋষির। দিনে দিনে বয়স যত বাড়ছে ততই যেন খিটখিটে হয়ে যাচ্ছেন অভিনেতা। টুইটার ছেড়ে এবার প্রকাশ্যে তিনি। বাক্যবানে বিঁধলেন সোহেল পত্নীকে।
সম্প্রতি বলিউড তারকা সোনমের রিসেপশনে তারকাদের মিলন মেলা বসেছিল। বাদ যাননি কেউই। সালমান, শাহরুখ থেকে আমির, রণবীর সহ প্রায় সবাই উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সপত্নীক এসেছিলেন ঋষিও। কিন্তু আজকাল বেশি সুখ সহ্য হয় না তার। তাই আনন্দের মুহূর্তে বাঁধিয়ে দিলেন গোলমাল। সালমানের ভাই সোহলের স্ত্রী সীমাকে কড়া কড়া কথা শোনালেন তিনি। অভিযোগ পার্টিতে তার সঙ্গে সালমান দেখা হওয়ার পর নাকি ভালো করে কথাই বলেননি। আর তাতেই ক্ষেপে যান ঋষি।
এদিকে ‘বিনা মেঘে বজ্রপাত’ হওয়ায় বেশ চটেছেন সীমা। সোজা গিয়ে নালিশ জানান ভাসুরের কাছে। তারপর নাকি সালমান আবার খুঁজতে বের হন ঋষি কাপুরকে। কিন্তু ততক্ষণে ঋষি চলে গিয়েছেন।
এই খবর জানার পর নাকি সীমার কাছে গিয়ে ক্ষমা চান ঋষি পত্নি নিতু। কিন্তু এতে করে বরফ গলেছে কিনা তা এখনও জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি