ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রেকর্ড করতে বিশ্বের সবচেয়ে বড় লেহেঙ্গা শাড়িতে জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৬:২৪, ১৪ মে ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় তার সরব উপস্থিতি। সিনেমায় তার সাফল্য এ মুহুর্তে আকাশ চুম্বি। মডেলিং-এ তিনি পিছিয়ে নেই। সম্প্রতি একটি ব্যতিক্রমী লেহেঙ্গা শাড়ি পরে সবার সামনে হাজির হন তিনি।

বিশ্বরেকর্ড তৈরির উদ্দেশ্যে ৪০০ মিটার দীর্ঘ পোশাকটি তৈরি করা হয়েছে। সোমবার ফেসবুকে এ তথ্য দিয়েছেন জয়া নিজেই।
জয়া জানান, দীর্ঘ পোশাকটি তৈরিতে কোনো রকম জোড়া দেয়া হয়নি। পোশাকটি পরতে জয়াকে সাহায্য করেছেন ২০ জন মডেল। রবিবার সন্ধ্যায় শাড়িটি প্রদর্শন করা হয়। প্রেম’স কালেকশনের এ আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

উল্লেখ্য, জয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এরগুলো মধ্যে ‘দেবী’, ‘বিজয়া’, ‘বৃষ্টি তোমাকে দিলাম’, ‘এক যে ছিল রাজা’ ও ‘ক্রিস ক্রস’।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি